রাশাদ ইমাম তন্ময়
রুস্তম পালোয়ান-১
দলছুট রুস্তম – এক অগোছালো লক্ষী ছেলে, যে কিনা তার নানাজানের সাথে বসবাস করে সোনাপুর নামের এক রূপকথার গ্রামে। সোনাপুর গ্রামের শতভাগ বাসিন্দাই কৃষক, শুধু রুস্তম বাদে। তার মনে স্বপ্ন – সে একদিন অনেক বড় পালোয়ান হবে, সাত সমুদ্র তের নদী ঘুরে বেড়াবে।
ট্রেইলার দেখুন
কার্টুনিস্ট পরিচিতি
রাশাদ ইমাম তন্ময়
রাশাদ ইমাম তন্ময় একজন কার্টুনিস্ট ও কমিক বুক আর্টিস্ট। তার যাত্রা শুরু হয় বহুল জনপ্রিয় স্যাটায়ার ম্যাগাজিন উন্মাদ পত্রিকার মাধ্যমে।এক যুগেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন জাতীয় সংবাদপত্রে রাজনৈতিক কার্টুনিস্ট হিসেবে কাজ করেছেন। ছবি এঁকে গল্প বলাই তার নেশা এবং পেশা।
বর্তমানে হাতে নিয়েছেন নতুন এক চ্যালেঞ্জ! তন্ময় প্রতিষ্ঠা করেছেন ‘কার্টুন পিপল কমিক্স’ নামের এমন এক প্রকাশনা, যেখান থেকে তৈরি হচ্ছে
শিশু-কিশোরদের জন্য আন্তর্জাতিক মানের কমিক্স ও চিলড্রেন্স বুক। বাংলাদেশের গল্পগুলো সারা পৃথিবীর শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে তন্ময় বর্তমানে কাজ করে যাচ্ছেন।