হলিয়েন
মোহাম্মদ নাজিম উদ্দিন
আব্দুল্লাহ আল যুনায়েদ
পৃথিবীর বুকে নেমে আসছে দলে দলে হলিয়েন। মানুষ যাদের ডাকে হস্টাইল এলিয়েন নামে। আরেকদিকে ফাউন্ডেশন সুযোগ করে দিচ্ছে জনগনের আয়ুষ্কাল ৩ গুন বাড়িয়ে তোলার। তবে শর্ত একটাই। কি শর্ত? জানতে পড় থ্রিলার সম্রাট নাজিম উদ্দিনের লেখা ও কার্টুনিস্ট আব্দুল্লাহ আল যুনায়েদের আঁকায় সাইফাই কমিক্সঃ হলিয়েন-১
ট্রেইলার দেখুন
লেখক ও কার্টুনিস্ট পরিচিতি
মোহাম্মদ নাজিম উদ্দিন
মোহাম্মদ নাজিম উদ্দিনের জন্ম এবং বেড়ে ওঠা পুরান ঢাকার প্রাচীনতম মহল্লা কলতাবাজারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে এক বছর অধ্যয়ন করলেও পরবর্তিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে শিক্ষা জীবন সমাপ্ত করেন। লেখালেখির প্রথমদিকে বেশ কিছু অনুবাদের কাজ করেছেন, পরে নিজের লেখায় মনোনিবেশ করেন তিনি। তার প্রথম উপন্যাস ‘নেমেসিস’ জনপ্রিয়তা পেলে আরো ৬টি সিকুয়েল লেখেন। রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র অভূতপূর্ব জনপ্রিয়তা তাকে দেশের বাইরে বাংলাভাষী অঞ্চল পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গেও জনপ্রিয় করে তোলে। এরইমধ্যে সেখান থেকে তার সবকটি বইয়ের ভারতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত তার গল্প-উপন্যাস নিয়ে দেশ এবং দেশের বাইরে নির্মাণ করা হয়েছে ৩টি ওয়েব-সিরিজ।
মোহাম্মদ নাজিম উদ্দিন
মোহাম্মদ নাজিম উদ্দিনের জন্ম এবং বেড়ে ওঠা পুরান ঢাকার প্রাচীনতম মহল্লা কলতাবাজারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে এক বছর অধ্যয়ন করলেও পরবর্তিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে শিক্ষা জীবন সমাপ্ত করেন। লেখালেখির প্রথমদিকে বেশ কিছু অনুবাদের কাজ করেছেন, পরে নিজের লেখায় মনোনিবেশ করেন তিনি। তার প্রথম উপন্যাস ‘নেমেসিস’ জনপ্রিয়তা পেলে আরো ৬টি সিকুয়েল লেখেন। রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র অভূতপূর্ব জনপ্রিয়তা তাকে দেশের বাইরে বাংলাভাষী অঞ্চল পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গেও জনপ্রিয় করে তোলে। এরইমধ্যে সেখান থেকে তার সবকটি বইয়ের ভারতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত তার গল্প-উপন্যাস নিয়ে দেশ এবং দেশের বাইরে নির্মাণ করা হয়েছে ৩টি ওয়েব-সিরিজ।
আব্দুল্লাহ আল যুনায়েদ
আব্দুল্লাহ আল যুনায়েদ ঢাকার একজন কমিক-বই শিল্পি এবং চিত্রকর। তার লক্ষ্য ছবির মাধ্যমে গল্প বলা, যা কিনা প্রজন্ম জুড়ে মানুষকে অনুপ্রাণিত করবে, এবং এই হলিয়েন কমিকটি তার লক্ষ্যে পৌঁছাবার প্রথম পদক্ষেপ। বর্তমানে যুনায়েদ কার্টুন-পিপলের সাথে কাজ করে যাচ্ছেন, যেখানে সবাই তাঁরই মত গল্প বলার স্বপ্ন দেখেন।